রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে ঢাকাসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ৬টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে ১৫ জন আহত হয়েছেন। এ ব্যাপারে পীরগাছা স্টেশন মাস্টার ইউসুফ আলী জানান, পদ্মরাগ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত বগি উদ্ধার করার পরেই ট্রেন চলাচল শুরু হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর সাড়ে ৩টা উদ্ধারকারী কোনও ট্রেন আসেনি। এদিকে পদ্মরাগ...