বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে উত্তাপ বাড়লেও নির্বাচন কমিশন প্রধান মোহাম্মদ হোসেন স্পষ্ট করেছেন, আমিনুল ইসলাম সভাপতি থাকলেও নির্বাচনী প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না। সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ইতিমধ্যে ঢাকা বিভাগ থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি মোহাম্মদ আশরাফুলের জায়গায় কাউন্সিলর হন, যিনি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে নির্বাচিত হতে পারেননি। এভাবে আমিনুলের পথ পরিষ্কার হয়। অন্যদিকে, সাবেক অধিনায়ক তামিম ইকবালও সভাপতি পদে লড়বেন বলে নিশ্চিত করেছেন। ফলে নির্বাচনী লড়াই কেবল ক্রিকেট নয়, রাজনৈতিক মাত্রাও পেয়েছে। নির্বাচন কমিশন প্রধান বলেন, ‘বিসিবির সংবিধান অনুযায়ী নতুন কমিটি দায়িত্ব না নেওয়া পর্যন্ত পুরনো কমিটিই দায়িত্বে থাকে। তাই সভাপতি হিসেবে আমিনুল থাকলেও এর কোনো প্রভাব নির্বাচনে পড়বে...