বাগদান সারলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি। সামাজিকমাধ্যমে তাঁর এক বান্ধবীর এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এসেছে। ‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত এই অভিনেত্রীর বাগদান প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীর্ঘদিনের প্রেমিক রচিত সিংয়ের সঙ্গে সম্প্রতি বাগদান সেরেছেন হুমা। তাঁর বাগদত্তা পেশায় একজন অভিনয় প্রশিক্ষক। বাগদানের গুঞ্জনের সূত্রপাত হয় অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী সংগীতশিল্পী আকাসা সিংয়ের একটি ইনস্টা স্টোরি থেকে। রচিত আর হুমাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। শুভেচ্ছা বার্তায় আকাসা লিখেছেন, ‘হুমা-ই তো তোমার জীবনের এক চিলতে স্বর্গ। একটা দারুণ রাত কাটল।’ যদিও বাগদানের বিষয়ে হুমা বা রচিত—কেউই এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। মূলত বেশ কয়েকটি অনুষ্ঠানে হুমা ও রচিতকে দেখা যাওয়ার পরই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়েতে এই প্রেমিকযুগলকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেদিন তাঁদের মেচিং গোলাপি পোশাক সকলের নজর...