মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামানের পরিবারের সদস্যের অত্যাচার ও নির্যাতনের বিচার দাবিতে মানববন্ধন করেছে মাগুরার নির্যাতিত সাধারণ মানুষ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন- মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান শামীমসহ নির্যাতিত ও অত্যাচারের শিকার পরিবারের সদস্যরা। এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের সময়ে দলে থাকা আশরাফুজ্জামান হিসাম সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখরের ভাই হওয়াতে এমন অত্যাচার করেছে বলে বক্তারা বলেন। এ সময় সাংবাদিকসহ সাধারণ মানুষও আশরাফুজ্জামানের নির্যাতনের শিকার হন। গেল আগস্ট মাসে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয় সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের ছোট ভাই আশরাফুজ্জামান...