ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কায়সার আহম্মদ। ডিএমপির মিডিয়া শাখা জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত মিরপুর, উত্তরা, লালবাগ, মোহাম্মদপুর, তুরাগ, ডেমরা, ক্যান্টনমেন্ট, কোতোয়ালি, দারুসসালাম ও উত্তরা সেক্টর-১২ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবির একাধিক দল। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন— বরগুনার বেতাগী উপজেলার সাবেক আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ আলী ওরফে ইলিয়াস (৫২), গাজীপুর মহানগর যুবলীগ নেতা শামীম ওসমান (৩৭), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মাহমুদ দেওয়ান শিপু (৩৬) এবং দফতর সম্পাদক মো. জামিল হোসেন (৩৫), ঢাকা উত্তর সিটি করপোরেশনের...