এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। অবশ্য কেবল জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের দিকেও। পরিসংখানে দেখা যায়, টি-টোয়েন্টিতে দুই দলের এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি লড়াইয়ে ৫ বার জয় পেয়ে এগিয়ে আফগানিস্তান, আর ৪ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ দেখা হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে আফগানদের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ। আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারায় ৯৪ রানে, নেট রান রেট +৪.৭০০। বাংলাদেশ জিতলেও নেট রান রেট...