টাঙ্গাইলের মধুপুরে আসন্ন দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। সভায় বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার শোয়েব, থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান, সাংবাদিক আনোয়ার সাদাৎ ইমরান, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুস সামাদ তালুকদার, জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাদির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, উপজেলা এনপিপির আহ্বায়ক সবুজ মিয়া, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক কুমার চৌধুরী স্বপন এবং পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ।...