মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবন্ধায় মধ্যরাত থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে। তবে আগামী দুই দিন ভাড়ি বৃষ্টির আশঙ্কা করছে আবহওয়া অফিস। রংপুর আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, উত্তরাঞ্চলে রবিবার রাত থেকে বৃষ্টি শুরু হলেও সোমবার উত্তরের আকাশ বৃষ্টি মেঘে ঢেকে পরে। এইদিন বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৫০ মিলিমিটার। আর মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার। সেপ্টেম্বরের ১৬ তারিখ পর্যন্ত গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯২ মিলিমিটার। তিনি বলেন, এ অঞ্চলের ওপরে রয়েছে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত। তার প্রভাবে ভারতের নদী ও সাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার জেরে উত্তরের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারি বৃষ্টি। এদিকে, ওপারের ঢলে...