ঢাকা: মালয়েশিয়ার সাবাহ রাজ্যে টানা ভারী বৃষ্টির পর ভয়াবহ ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। প্লাবিত হয়েছে বোর্নিও দ্বীপের বিস্তৃত অংশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, রাজধানী কোটাকিনাবালুসহ নিম্নাঞ্চল থেকে দুই হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে সোমবার, রাজধানীর উপকণ্ঠে একটি অনানুষ্ঠানিক বসতিতে ধসের ধ্বংসাবশেষ আঘাত হানলে চার শিশুসহ আটজন নিহত হন। খবর নিউ স্ট্রেইটস টাইমস।এছাড়া, একই দিন কোটাকিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে গানা এলাকায় আরও একটি ভূমিধসে মারা যান ১০ বছর বয়সী এক মেয়ে শিশুসহ তিনজন।গত সপ্তাহেও শহরের বাইরে পেনামপাং এলাকায় ধসের ঘটনায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ কাদায় চাপা পড়ে প্রাণ হারান।গত ১০ দিন ধরে উত্তর-পূর্ব বোর্নিওর সাবাহ অঞ্চলে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ভূমিধসের...