ঢাকা : কয়েকদিন আগেই কাঁদতে কাঁদতে সোশাল মিডিয়ায় হেনস্থার অভিযোগ তুলে ভিডিয়ো শেয়ার করেন আশিক বানায়ে আপনে খ্য়াত বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত।তনুশ্রীর সেই ভিডিয়ো নিয়ে সোশালপাড়া উত্তাল। নিন্দুকরা বলছেন, তনুশ্রীর এই ভিডিয়ো নাকি একেবারেই পাবলিসিটি স্টান্ট। বিগ বসে সুযোগ পাওয়ার জন্যই নাকি এমনটা করেছেন অভিনেত্রী। এতদিন এই বিষয় নিয়ে চুপই ছিলেন। তবে বিগ বস শুরু হতেই মুখ খুললেন তনুশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, বিগবস থেকে নাকি তাঁকে ১ কোটি ৬৫ লক্ষ টাকা অফার করা হয়েছে। কিন্তু তিনি না করেছেন।বলিউডের পর্দা থেকে অনেক দিন আগেই গায়েব তনুশ্রী। হাতে তাঁর না আছে সিনেমা, না আছে সিরিজ। কোনও ফিল্মি পার্টিতেও দেখা যায় না তনুশ্রীকে। তবে তনুশ্রী বার বার ফিরে আসেন নানা বিতর্কে, সোশাল মিডিয়া ট্রোলে। আর এবার বিগবসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন...