বিশেষ ব্যক্তিদের জন্য কঠোর নিয়মের প্রস্তাব নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পাঁচ বছর আগের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি তার ফেসবুক প্রোফাইলে ড. আসিফ নজরুলের ২০২০ সালের ১২ জুনের পোস্টটি শেয়ার করেন। পোস্টটি শেয়ার করার সময় হাসনাত আব্দুল্লাহ ক্যাপশন হিসেবে শুধুমাত্র ‘আচ্ছা’ শব্দটি লিখেন। ‘যদি ক্ষমতা থাকতো আইন করতাম’ শিরোনামে ওই পোস্টে ড. আসিফ নজরুল বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধের প্রস্তাব দেন। প্রস্তাবিত বিধিনিষেধগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না; ক্ষমতা, চাকরি বা ব্যবসা-কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না; সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চলাচল করতে হবে;...