শেরপুর (বগুড়া) প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৭:৩৭ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া:বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে বেধড়ক মারধর ও চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় শাহবন্দেগী ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর থানা পুলিশের অভিযানে উপজেলার শেরুয়া বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ (৫৫) কে গত ১১ সেপ্টেম্বর বিকেলে মসজিদের সামনে থেকে ডেকে নিয়ে শেরুয়া বটতলায় নির্মাণাধীন একটি হোটেলের ভেতরে আটকে রেখে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁর পিঠ ও ডান পা ভেঙে ফেলা হয়। পরবর্তীতে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে গুরুতর...