ঢাকা: রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনাকে কেন্দ্র করে চীনকে চাপে রাখার চেষ্টা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করেছে বেইজিং। চীনের অভিযোগ, রুশ তেল ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান একতরফা ও জবরদস্তিমূলক। বেইজিং বলেছে, যদি ওয়াশিংটন এ কৌশল থেকে না সরে আসে, এর পরিণতি ভালো হবে না।সোমবার (১৫ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র লিন জিয়ান বলেন, “রাশিয়ার কাছ থেকে তেল কেনাকে ইস্যু করে বেইজিংকে চাপে রাখার চেষ্টা যুক্তরাষ্ট্রের একতরফা দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক গুন্ডামি এবং জবরদস্তির আরেকটি উদাহরণ। চীন বৈধভাবেই রুশ তেল কিনছে, যা দুই দেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার অংশ। এটা আমাদের জাতীয় স্বার্থের সাথে জড়িত, আর জাতীয় স্বার্থে চীন কোনোভাবেই আপস করবে না।”উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং আন্তর্জাতিক...