আফগানিস্তানের বিপক্ষে হারলেই শেষ এশিয়া কাপের যাত্রা। এমন সমীকরণ নিয়েই আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। তাই আফগানিস্তানের বিপক্ষে দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরই। আবু ধাবির উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক। সেখানে বড় স্কোর হয়। বাংলাদেশ যদি আজ আগে ব্যাট করে তাহলে স্কোরবোর্ডে কত রান তুলতে হবে তামিম-লিটনদের? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশতাক। সেখানে তাকে প্রশ্ন করা হয়, আফগানিস্তানের বিরুদ্ধে জিততে হলে কত রান করা উচিত বাংলাদেশের। জবাবে তিনি বলেন, ‘দারুণ প্রশ্ন করেছেন। আমাকে আরও একটু প্রশ্ন করুন। বাংলাদেশ টানা তিনটি সিরিজ জিতেছে। আমরা কন্ডিশন ও পরিস্থিতি জানি। বোর্ডে...