নদী খননের বালু দিয়ে অবৈধভাবে কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটি উপ-পরিচালকের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। শুনানিতে অংশ নিয়েছেন- চট্টগ্রাম পানি উন্নযন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ, খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, রামগড় পানি উন্নযন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী দিবাংশু চাকমা ও নিকেল চাকমা, ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্টের (আই ডাব্লিউএম) পরিচালক রবাইত আলম। দুদক সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের মাইনী নদী খননের বালু দিয়ে কাপ্তাই হ্রদ ভরাট করার অভিযোগের বিষয়ে দুদক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এসময় দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটির উপ-পরিচালক মো. জাহিদ কালাম, সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আহমদ ফরহাদ, হোসেনসহ সংশ্লিষ্টরা...