দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ১৬:৪৪:৪১ সনদপ্রাপ্ত দলিল লেখকদের নিরাপত্তা চেয়ে ইউএনও’র নিকট আবেদন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া:দুপচাঁচিয়ায় সাব রেজিষ্ট্রি অফিসের সরকারি সনদপ্রাপ্ত কয়েক জন দলিল লেখক সেরেস্তা ও তাদের নিরাপত্তা চেয়ে ১৪সেপ্টেম্বর ইউএনও বরাবর আবেদন করেছেন।আবেদন সূত্রে জানা যায়, সাব রেজিস্ট্রি অফিসের সরকারি সনদপ্রাপ্ত দলিল লেখক এটিএম ফরিদুজ্জামান বুলু, জালাল উদ্দিন ও আমিনুল ইসলাম দলিল লেখক সেরেস্তায় নিয়মিত ভাবে দলিল কার্যাদি সম্পাদন করে আসচ্ছে। কিন্তু তাঁরা সমিতির নামে অবৈধভাবে চাঁদা আদায়ের রাজী না হওয়ায় উক্ত অফিসের দলিল লেখক মইনুল ইসলাম, সিরাজুল ইসলাম, দবির উদ্দিন তাঁদের ভয়ভীতি প্রদর্শন করে। তাঁরা দলিল গ্রহিতাদের নিকট হইতে অতিরিক্ত অর্থ আদায় করে। বর্তমানে তাঁরা দলিলের নকল প্রতি ৫০০/ (পাঁচশত) টাকা অতিরিক্ত আদায় করছে যা...