নিভৃত গ্রামাঞ্চলের কৃষক জোবায়দুল ইসলাম। কৃষি ফসল উৎপাদন করেই সংসার চলে তার। চলতি মৌসুমে আবাদ করেছেন হাইব্রিড জাতের গোল বেগুন। এখান থেকে ৮ লাখ টাকা লাভের স্বপ্ন দেখেন তিনি। এরই মধ্যে মোজাইক নামের একটি ভাইরাস আক্রমণ করেছে এ ক্ষেতে। এ কারনে মরে যাচ্ছে বেগুনগাছ। ঝড়ে পড়ছে উঠতি ফসল। ক্ষতির শঙ্কায় চরম দুশ্চিন্তায় ভুগছেন এই কৃষক। সরেজমিনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কৃষিমাঠে দেখা গেছে- বেগুন খেতের বেদনাপূর্ণ চিত্র। এসময় আক্রান্ত খেত বাঁচাতে বিভিন্ন ধরণের কীটনাশক নিয়ে জমিতে ছুটাছুটি করছিলেন জোবায়দুল। এ কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন শাক-সবজি উৎপাদনই তার নেশা ও পেশা। এ থেকে পরিবারের মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে ৫০ শতক জমিতে মালতি, ভেনুছূড়া ও ৪২২ হাইব্রিড জাতের গোল বেগুন আবাদ...