মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে পরিচালিত এক অভিযানে ওই যুবককে আটক করে বিজিবি। অভিযানে গাঁজা উদ্ধারসহ ভ্যান গাড়িটি জব্দ করা হয়। দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। আটক চোরাকারবারী ভ্যান চালক জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার উমরপুর গ্রামের সেতাবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২৫)। অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনস্থ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল মঙ্গলবার ভোর সোয়া ৬টায় সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে ৬ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কানসাট এলাকার একটি ব্রীজের...