পর্তুগাল জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর, সর্বোচ্চ গোলেরও। সবশেষ জিতেছেন পর্তুগিজ ফুটবলের সর্বকালের সেরার পুরস্কার। ৪০ বর্ষী সিআর সেভেনকে ২০২৬ বিশ্বকাপেও সম্মুখযোদ্ধা হিসেবে দেখতে চান দলটির সহকারী কোচ রিকার্ডো কার্ভালহো। ২০০৩ সালে পর্তুগাল জার্সিতে নাম লেখানো রোনালদোকে নিয়ে কোচ বলেছেন, ‘রোনালদোই জানেন কবে ইতি টানবেন। অবশ্য পর্তুগালে যতদিন ইচ্ছা খেলতে পারেন তিনি।’ ‘এভারগ্রিন রোনালদোকে দমানো সহজ নয়। এতগুলো বছর ক্রিস্টিয়ানোর পর্তুগালের জন্য অনেক অবদান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি এখনও ভালো খেলে চলেছেন।’ ‘আমার কোন ধারনা নেই তিনি কতদূর পর্যন্ত যেতে পারেন। তার উপস্থিতি দলকে সাহায্য করে। আমরা সবাই খুশি তাকে অধিনায়ক হিসেবে...