যুবপ্রজন্মের নতুন পরিচিতি ‘জেনারেশন জেড’ বা সংক্ষেপে ‘জেন-জি’। এই প্রজন্ম শুধু প্রযুক্তি ব্যবহারে পারদর্শী নয়, বরং তারা রাষ্ট্র ও সমাজের কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ স্পষ্ট করে দিচ্ছে—জেন-জি কেবল আগামীর নাগরিক নয়, বরং বর্তমানের পরিবর্তনের চালিকাশক্তি। বাংলাদেশ থেকে নেপাল, এমনকি শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াতেও এই প্রজন্ম রাষ্ট্রীয় নীতিমালাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। নেপালে সরকারের পক্ষ থেকে ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ছিল ‘নিয়ন্ত্রণ ও ভুয়া খবর রুখতে’। কিন্তু তরুণরা এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হুমকি হিসেবে দেখেন। তাদের আন্দোলন গ্রাম-শহর ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগে গড়ায়। বাংলাদেশেও একইভাবে কোটাবিরোধী বিক্ষোভ সরকার পতনে গড়িয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থী আন্দোলন, বিক্ষোভ কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে সামাজিক ন্যায়ের দাবির পক্ষে জেন-জি প্রজন্ম দৃঢ় অবস্থান নিচ্ছে। রাষ্ট্রীয় দমননীতির মুখেও তারা সোশ্যাল...