ফেসবুক খুললেই চোখে পড়ছে নারীদের শাড়ি পরা কানে ফুল গোঁজা ছবি। ফেসবুকের নতুন এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন সবাই। নিজেদের ছবি বানিয়ে শেয়ার করছেন নিজেদের প্রোফাইলে। আসলে ঘটনা কি জানেন? এআইয়ের জনপ্রিয় চ্যাটবট জিমিনির নতুন টুল নানো বানানার কাজ এটা। জিমিনিকে সঠিক প্রম্পট দিতে পারলেই অন্যদের মতো আপনারও এমন ছবি পেয়ে যাবেন। অনেকেই এখনো বুঝে উঠতে পারছেন না কীভাবে কাজটি করবেন। আসুন সহজ পদ্ধতি জানাচ্ছি আপনাকে- এই ছবি তৈরির মূল বিষয় হলো স্পষ্ট নির্দেশ। অর্থাৎ আপনি ঠিক কেমন ছবি চাইছেন, পোশাক, চুল, মেকাপ থেকে শুরু করে আলো কেমন থাকবে, ছবির মান কেমন হবে সবটা স্পষ্টভাষায় আপনাকে বলতে হবে জিমিনি এআইকে। তাহলেই একেবারে মনের মতো ছবি পাবেন। >> এজন্য প্রথমে আপনার ফোন থেকে জিমিনি চ্যাটবট ওপেন করুন।>> বামদিকে নিচে ‘+’ চিহ্নে গিয়ে...