এশিয়া কাপ ২০২৫ চলাকালীন মাঝপথে সরে দাঁড়ানোর হুমকি দিলেও শেষ পর্যন্ত অবস্থান পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক ঘিরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি আইসিসি নাকচ করে দেওয়ার পর পাকিস্তান এশিয়া কাপ বয়কটের কথা বলেছিল।তবে সম্ভাব্য আইসিসি শাস্তির কারণে সেই হুমকি থেকে সরে এসে টুর্নামেন্টে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। টাইমস অব ইন্ডিয়াকে এক সূত্র জানায়, ‘পিসিবি এশিয়া কাপ থেকে সরে দাঁড়াবে—এটা খুবই অসম্ভব। যদি তা করে, তাহলে আইসিসি কঠোর শাস্তি দেবে। আর্থিকভাবে এমন অবস্থায় আছে বোর্ড, যা সামাল দেওয়া সম্ভব নয়। ’ চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে স্টেডিয়াম সংস্কারে বিপুল অর্থ ব্যয় করার পর পিসিবি এখন বড় ধরনের অর্থসংকটে পড়েছে। এশিয়া কাপে খেলে যাওয়া তাই পাকিস্তানের ক্রিকেট কাঠামোর জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিতর্কের সূত্রপাত ভারত-পাকিস্তান...