সংবাদ প্রকাশের জেরে বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও আজকের পত্রিকা লালমনিরহাট প্রতিনিধি খোরশেদ আলম সাগর এবং আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম হাসানের নামে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুড়িগ্রাম কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমকর্মী এবং গণমাধ্যমের কণ্ঠস্বর রোধ করা হয়েছিল। মামলা, হামলার মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছিল। তবে ২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলেও সাংবাদিকরা তাদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে বাধাগ্রস্ত হচ্ছেন। গণমাধ্যমকর্মীরা হতাশা ব্যক্ত করে বলেন, এখন সময় এসেছে, গণমাধ্যমকর্মীরা যেন স্বাধীনভাবে কাজ করার পরিবেশ পান সেই দিকটি নিশ্চিত করতে হবে। কোনো ক্ষমতাসীন দল যেন আর কোনো গণমাধ্যমকর্মীদের নির্যাতন করতে না পারে, তাদের মামলা দিয়ে...