বিগত সরকারের সময়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন চট্টগ্রামের মেয়র বিএনপি নেতা শাহাদাত হোসেন। মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আবদুর রহমানের আদালত এই আদেশ দেন। শাহাদাত হোসেনের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রীয় আদেশে অর্থাৎ বাংলাদেশ সচিবালয় আইন শাখা কর্তৃক নির্দেশিত দুটি মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। “পাশাপাশি আরেকটি মামলায় আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে শুনানি শেষে তাকে খালাস দিয়েছেন। "এর মধ্যে দুটি মামলা বিশেষ ক্ষমতা আইনে এবং অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনে। বিগত সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় এসব মামলা দেয়া হয়েছিল।" আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতা শাহাদাত হোসেনের বিরুদ্ধে ১১০ টি মামলা দেওয়া হয়। তিনি...