ঘটনাটি মঙ্গলবার বেলা ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারের নুর কমপ্লেক্সে ৪ তলা ভবনে ঘটে। ক্ষতিগ্রস্ত ডা. দিপালী জানান, তিনি ভেটেরিনারি কলেজের সরকারি অধ্যক্ষ এবং তার স্বামী তরুণ চন্দ্র মন্ডল রূপালী ব্যাংক শাখার সহকারী ম্যানেজার। সরকারি ছুটি ব্যতীত প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে তারা বাড়ি থেকে বের হন। তখন ঘরে ছিলেন ডা. দিপালীর মা ও সন্তান। প্রায় এক ঘণ্টার মধ্যে ঘরে কোনো ব্যক্তি ছিলেন না। ঠিক তখনই চোরেরা ঘরে প্রবেশ করে চুরি চালায়। ডা. দিপালী বলেন, “আমি এক সহকর্মীর বাইকে এসে দেখেছি, ফ্ল্যাটের সামনের দরজার হুক ভাঙা। ঘরে প্রবেশ করলে আলমারি ভাঙা ও প্রায় ১৩–১৪ ভরি স্বর্ণ ও ৬–৭ ভরি রূপার অলংকার লুট হয়ে গেছে। তবে আলমারির মধ্যে থাকা দু’টি ল্যাপটপ তারা নেয়নি।” স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, “এভাবে দিনের...