বাগমারার শ্রীপুর ইউনিয়নের গাওড়া বিল সরকারিভাবে লিজ নেওয়া হয়েছে চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের নামে। তবে কাগজপত্র অনুযায়ী বিলটি স্কুলের নামে লিজ নেওয়া হলেও ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি রহিদুল ইসলাম ওই বিলে মাছ চাষ করছেন। জানা গেছে, শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া মৌজায় গাওড়া বিলে সাত বিঘা সরকারি খাস জমি (জলাশয়) রয়েছে। সম্প্রতি চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুলের উন্নতিকল্পে মাছ চাষের প্রতিশ্রুতি দিয়ে ওই বিলের খাস জমি উপজেলা জলমহাল ইজারা কমিটি কর্তৃক সরকারিভাবে লিজ নেওয়া হয়। মঙ্গলবার সরজমিনে এলাকায় গিয়ে দেখা গেছে, ওই বিলে মাছ চাষের সুবিধার জন্য বিলের স্বাভাবিক পানি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জলাবদ্ধতার কারণে বিলের সমস্ত কৃষি জমিতে চাষবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া অতিরিক্ত জলাবদ্ধতার কারণে বিল সংলগ্ন চাঁইপাড়া ও দুর্গাপুরের গোপালপুর গ্রামের...