‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠিতব্য ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’র চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে গ্র্যান্ড গালা প্রোগ্রামে উইনার, রানার্সআপ এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশেষ জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, রুনা খান, কুসুম শিকদার, চলচ্চিত্র পরিচালক সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন। আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন আলফী আলমগীর আকসা, প্রথম রানার্সআপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন তানজিনা নিলয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা। বিচারক প্যানেলে ছিলেন মো. ইকবাল হোসেন (সিইও মিস অ্যান্ড মিসেস...