বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় আবারও ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করেছে রাশিয়া। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাল্টিক সাগরের নিকটবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে মোতায়েনকৃত এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহড়ার অংশ হিসেবে মিসাইলটির ইলেকট্রনিক উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়। রাশিয়ার আধুনিকতম অস্ত্রগুলোর একটি হিসেবে পরিচিত ইস্কান্দার। পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ন্যাটো কোডনেম অনুযায়ী ‘এসএস-২৬’ নামে পরিচিত। এর পাল্লা অন্তত ৫০০ কিলোমিটার, যা দূরপাল্লার আঘাত হানতে সক্ষম। আরও পড়ুনআরও পড়ুনআদালতের রায় ঘিরে বিরোধীদের বিক্ষোভ, চাপের মুখে এরদোগান উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে রাশিয়া প্রথমবার বেলারুশে ইস্কান্দার মোতায়েন করেছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক বছর পূর্তির আগমুহূর্তে এ ব্যবস্থা মোতায়েন করা হয়। এছাড়া চলমান যুদ্ধে ইস্কান্দার-এম ট্যাকটিক্যাল মিসাইল ব্যবহার করেছে মস্কো। রুশ বাহিনীর দাবি, এ মিসাইলের আঘাতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের...