'সেলিব্রেটি বলেই বিশেষ সুবিধা পাবেন এমন নয়।' গুজরাট হাইকোর্টে তৃণমূল কংগ্রেস এমপি ও ভারতের সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠানের পিটিশন খারিজ করে এভাবেই মন্তব্য করেছেন বিচারপতি মউনা ভাট। আদালত তাঁকে ভাদোদরার সরকারি জমি দখলদার ঘোষণা করে অবিলম্বে অবৈধ দখল সরানোর নির্দেশ দিয়েছেন। ২০১২ সালে ভাদোদরায় নিজের বাংলোর পাশে প্রায় ৯৭৮ বর্গমিটারের প্লট ৯৯ বছরের জন্য লিজ নেওয়ার আবেদন করেন ইউসুফ পাঠান। নিজের আবেদনে ইউসুফ পাঠান জানান, তিনি ও তার ভাই সাবেক ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ। তাই পরিবারের নিরাপত্তার স্বার্থে তাদের সেই জমি কেনার অনুমতি দেওয়া হোক। তার এই আবেদন পৌর কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে পাঠায়। কিন্তু ২০১৪ সালে সরকার সেই প্রস্তাব নাকচ করে দেয়। তবুও ইউসুফ পাঠন জমিটি দখল করে রাখেন, যা পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় গিয়ে...