কক্সবাজারের টেকনাফে পেটের ভেতরে ইয়াবা বহনের অভিনব কৌশলে মাদক পাচারের সময় মো. জাহিদুল্লাহ নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির পেট থেকে বিশেষ প্রক্রিয়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল রবিবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ সদর হাসপাতাল এলাকার সামনে একটি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় অটোরিকশার যাত্রী জাহিদুল্লাহ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি দেখা গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। টেকনাফের নাফ সীমান্ত প্যাথলজিতে এক্স-রেতে দেখা যায়, তার পেটে ডিম্বাকৃতির অসংখ্য বস্তু রয়েছে। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, পেটের ভেতর কালো টেপে মোড়ানো ৪০টি পোটলা রয়েছে, প্রতিটিতে ৫০টি...