খাদান, ধূমকেতু থেকে সম্প্রতি রঘু ডাকাত-এর প্রচারে পুরো টিম নিয়ে পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন কলকাতার সুপারস্টার দেব। নাম উল্লেখ না করে বললেও সিনেমার প্রচারণায় দেবের এভাবে ছুটে বেড়ানোকে ভালো চোখে দেখছেন না পশ্চিমবঙ্গের সিনেমা ও সিরিয়ালের সুপরিচিত অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষোভ ঝেড়ে বলছেন, ‘সিনেমার চেয়ে প্রচারের জৌলুসই’ যেন হয়ে উঠেছে মূল আকর্ষণ। পাশাপাশি তিনি, প্রচারণাকে ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করেছেন। ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবন জুড়ে রয়েছে এক অনন্য স্বাতন্ত্র্য। তিনি শুধু অভিনেতা নন, একজন চিন্তাশীল শিল্পী, যিনি বারবার সাহসের সঙ্গে নিজের মতামত প্রকাশ করেন সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি নিজের আইডিতে একটি পোস্টে ভাস্কর লেখেন,“ছোটবেলায় সিনেমার পোকা ছিলাম। কখন কোন হলে কোন সিনেমা আসছে, সব মুখস্ত ছিল। কবে কোনটা দেখব, মনে মনে ঠিক করা থাকত। কিন্ত কোনও দিন সেই সিনেমার অভিনেতাতের প্রচারে আসতে...