ঢাকা: ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকের আশ্বাসের পর এবং দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।আন্দোলনকারীদের নেতা পলাশ মিয়া বলেন, যদি আগামী রোববারের মধ্যে তাদের ৫ দফা দাবি মেনে নেয়া না হয়, তাহলে তারা আবারো লাগাতার আন্দোলনে নামবেন। তাতে আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করে, তাহলে তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি দেয়া হবে।সোমবার (১৫ সেপ্টেম্বর) সহিংসতার পর আজ সকাল থেকেই ভাঙ্গায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সকাল থেকে কয়েকটি পয়েন্টে আন্দোলনকারীরা অবস্থান নিলেও মহাসড়ক অবরোধ করেনি। ফলে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ৩টি ম্যাজিস্ট্রেট টিম সড়কে...