রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পর মহানগর আদালতেও দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালতে শাহবাগ থানার মামলা এবং ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহাঙ্গীর হোসেনের আদালত যাত্রাবাড়ী থানায় মামলার জামিন আবেদন নাকচ হয়। এর আগে তার আইনজীবী মোনায়েম নবী শাহিন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও আদালতের নথিপত্র জালকরণের অভিযোগে শাহবাগ থানার দায়ের করা মামলায় তার জামিন চান৷ তিনি বলেন, আজ উভয় আদালতে এ দুই মামলায় তার জামিন চেয়েছি। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। যাত্রাবাড়ী...