স্থানীয়রা জানান, বৃদ্ধা মারা গেছে বলে তাদের খবর দেওয়া হয়। স্বজনদের সহযোগিতায় তাকে পুরীর স্বর্গদ্বার শ্মশানে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শ্মশানে আনুষ্ঠানিকতা চলাকালে নিরাপত্তারক্ষী ও কর্মীরা লক্ষ্য করেন, তিনি শ্বাস নিচ্ছেন।হোন্ডার দায়িত্ব ছেড়ে দায়িত্ব নিলেন স্ত্রীর সহকারী হিসেবেস্বর্গদ্বারের ম্যানেজার ব্রজ কিশোর সাহু জানান, পরিবার মৃত্যুসনদ ছাড়াই বৃদ্ধাকে দাহ করতে আনেন। আমরা আপত্তি জানাই এবং মৃত্যুসনদ আনতে বলি। এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে নিরাপত্তারক্ষী বুঝতে পারেন ওই নারী আসলে শ্বাস নিচ্ছেন। পরে স্বর্গদ্বারের কর্মীরা অ্যাম্বুলেন্স ডেকে তাকে পুরী হাসপাতালে ভর্তি করান।হাসপাতালের চিকিৎসক জানান, ওই নারীর হৃদযন্ত্র ও কিডনি সচল থাকলেও মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন। স্বর্গদ্বারের ম্যানেজার ব্রজ কিশোর সাহু জানান, পরিবার মৃত্যুসনদ ছাড়াই বৃদ্ধাকে দাহ করতে আনেন। আমরা আপত্তি জানাই...