দীর্ঘ সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০ বুথের মাধ্যম ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। মমতাজউদ্দিন একাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবন, ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন, জামাল নজরুল একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, জগদীশ চন্দ্র একাডেমিক ভবনে দুটি করে কেন্দ্র এবং জুবেরী ভবনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে গণনা হবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ভোট গণনার পুরো সময়টি সিসি টিভি ক্যামেরার আওতাভুক্ত...