সিরাজগঞ্জের শাহজাদপুরে ঋণের বোঝা সামলাতে না পেরে গলায় ফাঁস দিয়ে জামাল সরদার (৬০) নামের এক বৃদ্ধ কসাই আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে। নিহত জামাল সরদার ওই গ্রামের মৃত ধনি সরদারের ছেলে এবং ঐতিহ্যবাহি তালগাছি হাটে মাংসের দোকান পরিচালনা করতেন। জামালের স্ত্রী ও স্থানীয়রা জানান, বহু বছর ধরে তিনি তালগাছি হাটে সম্মানের সঙ্গে ছাগল জবাই করে মাংস বিক্রি করতেন। সন্তানদের বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে থাকার পরও বৃদ্ধ বয়সে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তবে কয়েকদিন ধরে তিনি বলছিলেন, ঋণের দায়ভার সামলাতে পারছেন না। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের জন্য বাহির থেকে...