জীবাশ্ম জ্বালানির উত্তোলন ও ব্যবহার থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে মানবস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে নতুন একটি বৈশ্বিক প্রতিবেদনের তথ্যে উঠে এসেছে। ‘ক্রেডল টু গ্রেভ: দ্য হেলথ টোল অব ফসিল ফুয়েলস অ্যান্ড দ্য ইম্পেরেটিভ ফর আ জাস্ট ট্রানজিশন’ শীর্ষক প্রতিবেদনটি বুধবার লন্ডন থেকে প্রকাশ করে গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হেলথ অ্যালায়েন্স (জিসিএইচএ)। এতে তেল-গ্যাস, কয়লা থেকে সব ধরনের জীবাশ্ম জ্বালানি কীভাবে প্রতিটি ধাপে জনস্বাস্থ্যের ক্ষতি করে তার প্রথম পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে। ‘জীবাশ্ম জ্বালানি সরাসরি স্বাস্থ্যের উপর আঘাত হানে, আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে নারীদের গর্ভপাত ও শিশুদের লিউকেমিয়া থেকে শুরু করে হাঁপানি, ক্যানসার, স্ট্রোক এবং মানসিক স্বাস্থ্য পর্যন্ত ক্ষতিগ্রস্থ করছে,’ বলেছেন জিসিএইচএ-এর ক্যাম্পেইন লিড শ্বেতা নারায়ণ। তিনি সতর্ক করে বলেন, ‘এমনকি আগামীকাল যদি কার্বন নিঃসরণ ধরে ফেলা সম্ভবও হয়,...