ইউরোপিয়ান কাপ থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের ক্লাব ফুটবলের সেরা এই টুর্নামেন্টের বয়স ৭০ বছর পেরিয়ে গেছে। তবে কখনই এর ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি ১৩ বারের ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল। সেই ইতিহাস এবার বদলাতে চান ক্লাবটির কোচ মিকেল আর্তেতা। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে লিভারপুল ছয়বার, ম্যানচেস্টার ইউনাইটেড তিনবার, চেলসি ও নটিংহ্যাম ফরেস্ট দুইবার করে এবং অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার সিটি ১ বার করে ইউরোপ সেরার মুকুট জিতেছে। সেখানে ২৩ বার এই টুর্নামেন্টে অংশ নিয়ে আর্সেনালের সর্বোচ্চ অর্জন একবার রানার্স-আপ হওয়া ও তিনবার সেমি-ফাইনালে খেলা। ২০০৬ সালে বার্সেলোনার বিপক্ষে হেরে টুর্নামেন্টের শিরোপা জয়ে ব্যর্থ হয় ক্লাবটি। গত মৌসুমে দারুণ পারফরম্যান্সে অধরা স্বপ্ন পূরণের আশা জাগায় আর্সেনাল। কোয়ার্টার-ফাইনালে তারা দুই লেগেই হারায় রেকর্ড চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদকে। কিন্তু সেমি-ফাইনালে হেরে যায় পরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন...