জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও সম্পূরক বৃত্তি কার্যকরসহ তিন দফা দাবিতে অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস ও ছাত্র অধিকার পরিষদের নেতারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এই অনশন শুরু করেন দুই সংগঠনের নেতারা। অনশনরত নেতারা হলেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, বাগছাসের সভাপতি ফয়সাল মুরাদ, ছাত্র অধিকারের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সী, বাগছাসের সদস্য সচিব শাহিন মিয়া এবং মুখ্য সংগঠক ফেরদৌস শেখ। এবিষয়ে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি একেএম রাকিব বলেন, “আমরা এতদিন অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে অনশন করছি। নখদন্তহীন প্রশাসন হয়তো এখন আমাদের দাবি মেনে নেবে, নয়তো তাদের নিজেদের রাস্তা মাপতে হবে।” বাগছাস জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “আমরা জীবন দিতেও প্রস্তুত, সিদ্ধান্ত এখন...