১০ মে নগরের বেসরকারি ন্যাশনাল হসপিটালে ৬ সন্তান জন্ম দেন কক্সবাজারের গৃহবধূ মরিয়ম। এদের মধ্যে পাঁচটি কন্যা ও একটি ছেলে সন্তান। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম হয়েছে। গতাকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই শিশুদের জন্ম হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদের মধ্যে ২ জন ছেলে ও ২ জন কন্যাশিশু। অপারেশনে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম। তবে শিশুদের ওজন কম। মা ও সন্তান সবাই সুস্থ আছে। এদিকে ডা. তাসলিমা বেগম চার শিশুর জন্ম দেয়া ওই মায়ের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।...