চট্টগ্রামের আনোয়ারায় মাছ চাষের জলাধার থেকে এক যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে গলা কেটে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের। মঙ্গলবার দুপুরে উপজেলার বরুমছড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকায় শঙ্খ নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে পা বাধা ও গলায় গামছা প্যাঁচানো লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩০ বছর বয়সী এ যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। আনোয়ারা থানার ওসি মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধেক পানিতে ডুবানো এবং অর্ধেক পাড়ে ছিল। “লাশের হাত পেছন থেকে বাঁধা এবং...