চট্টগ্রামে সন্তানকে ‘খুন করে পালিয়ে যাওয়া’ ব্যক্তিকে তার দ্বিতীয় স্ত্রীসহ সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে সোমবার রাতে র্যাব-৯ এর সহযোগিতায় র্যাব-৭ এর একটি দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন- নুরুজ্জামান (৫৫) ও আনোয়ারা বেগম (৪০)। আনোয়ারা সিলেটের জৈন্তাপুর এলাকার বাসিন্দা। দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় গত ১০ সেপ্টেম্বর মীরসরাই উপজেলার পশ্চিম মায়ানি গ্রামে নিজ বাড়িতে ছেলেকে ছুরিকাঘাত করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সৌদি প্রবাসী নুরুজ্জামান পালিয়ে যায় বলে এর আগে পুলিশ জানিয়েছিল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তার ছেলে সাহেদকে মৃত ঘোষণা করে। নিহত সাহেদ (২৪) চট্টগ্রামের বেসরকারি ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটির (আইআইইউসি) শিক্ষার্থী। হত্যাকাণ্ডের পর মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “নুরুজ্জামান দুই মেয়ে ও এক ছেলের জনক। দীর্ঘদিন সৌদিআরবে...