পাথরকান্ডের পর দেশজুড়ে আলোচনায় থাকা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম এখন ‘টক অব দ্যা সিটি’। তার কর্মতৎপরতায় প্রতিদিনই সিলেটবাসী মুগ্ধ হচ্ছেন। ডিসি দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি পাথরলুটেরাদের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়ে নজর কাড়ছেন। সম্প্রতি সিলেটের ঐতিহাসিক ক্বিন ব্রিজকে মাত্র কয়েক মিনিটের অভিযানে হকারমুক্ত করেছেন ডিসি। এর ফলে পদচারী সেতুটি জনযটমুক্ত হয়ে ওঠে এবং ঐতিহ্যের ব্রিজটি আগের চেহারায় ফিরে আসে। কর্মযজ্ঞের ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনকালে ডিসি অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম দেন। তার নির্দেশে, এই সময়ের মধ্যে নগরীতে লাইসেন্সবিহীন সব সিএনজি অটোরিকশা সরানো হবে। না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিসি মো. সারোয়ার আলম বলেন, “সিলেট নগরীতে বৈধভাবে চলাচলকারী সিএনজি অটোরিকশার সংখ্যা ১৯ হাজার, কিন্তু অবৈধ সিএনজির সংখ্যা তার চেয়েও বেশি। এদের নগরীর...