রংপুরের পীরগাছা স্টেশনে পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর অঞ্চলের তিন জেলায় রেল চলাচল সম্পূর্ণ এবং চার জেলায় আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের অপেক্ষায় পীরগাছা স্টেশনের ২ নম্বর লাইনে ছিল। ক্রসিং শেষে লাইন পরিবর্তনের সময় একটি পয়েন্ট ভেঙে গেলে ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্টেশন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাগ্রস্ত ট্রেন উদ্ধারে লালমনিরহাট থেকে উদ্ধারকারী দল রওনা দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেন ছাড়ার প্রায় ৩০০ গজ পর এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে মালামাল খোয়ার অভিযোগ করেন। ট্রেনটিতে প্রায় দুই হাজার যাত্রী ছিলেন। পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে গেলে ইঞ্জিনের...