নিজস্ব প্রতিবেদক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারো আলোচনায় এসেছেন তার নতুন সিনেমা “দেবী চৌধুরাণী” এর প্রেক্ষিতে। আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি তার অভিনয় জীবন, ব্যক্তিগত জীবন এবং মা-ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক শেয়ার করেছেন। শ্রাবন্তী জানান, সিনেমার কাজের প্রস্তাব পেলে আগে তিনি চিত্রনাট্য ছেলেকে শোনান। মা-ছেলের সম্পর্ক এতটাই বন্ধুত্বপূর্ণ যে ছেলেও মাঝে মাঝে অবাক হয় তার অভিনয় দক্ষতায়। তিনি বলেন, “আমাদের মধ্যে বয়সের পার্থক্য মাত্র ১৬ বছর, তাই ছেলের বন্ধুরাও আমাকে ‘দিদি’ বলে ডাকে, ‘আন্টি’ বলে ডাকে খুব কম।” ছেলের সঙ্গে এবং তার বন্ধুদের সঙ্গে মিশে থাকার কারণে শ্রাবন্তী লিঙ্গ সমতা ও সামাজিক বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারেন। তিনি সতর্ক করেন, সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জিত খবরের কারণে নতুনদের মাঝে হতাশা তৈরি হতে পারে, তাই প্রথম কাজ ভালো না হলে মন...