ভোটারের আচরণ একটি জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রক্রিয়া। তথ্যের অভাব, শিক্ষার স্তর, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়, পার্টির প্রতি আনুগত্য নাকি প্রার্থীর ব্যক্তিত্ব— কোন বিবেচনায় একজন ভোটার তার রায় প্রদান করেন; তা নিয়ে আমাদের দেশে খুব একটা গবেষণা না থাকলেও আগামী নির্বাচনে প্রার্থীর যোগ্যতা তথা শিক্ষা, মেধা, সামাজিকতা, বিপদে আপদে মানুষের পাশে থাকার দৃষ্টান্ত, অভিজ্ঞতা, বার্গেনিং পাওয়ার অর্থাৎ জনপ্রতিনিধি হিসাবে নিজ এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে রাষ্ট্রের কাছ থেকে তা আদায় করে আনার ক্ষমতা যার যত বেশি; তাকেই ভোট দেওয়ার ব্যাপারে অধিক গুরুত্ব দেবেন ভোটাররা।তবে এটি নিয়ে বিস্তারিত বিশ্লেষণের আগে ভোটারদের মনস্তত্ত্বের বিভাজন কেমন, সেটি নিয়ে সংক্ষেপে উল্লেখ করা প্রয়োজন। সাধারণত বাংলাদেশের গ্রামীণ এবং স্বল্প শিক্ষিত ভোটারদের ক্ষেত্রে পার্টির প্রতীক বা পরিচিতি প্রাথমিকভাবে ভোটের মূল নির্ধারক হিসেবে কাজ করে। অন্যদিকে, শহুরে...