ঢাকা:অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায় সেটা অর্থনীতিতে অবশ্যই প্রভাব পড়ে। সে বিষয়ে আমরা সচেতন আছি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি অর্থনীতিবিদরা বলেছেন, দেশে বেকার সংখ্যা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যা অর্থনীতিতে প্রভাব ফেলবে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তারা যে বিশেষণ ব্যবহার করেছে সেটা এ ব্যাপারে আসে না। তবে কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ। কারণ কর্মসংস্থান হয় বেসরকারি খাতে। ব্যবসা-বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায় সেটা অর্থনীতিতে অবশ্যই প্রভাব পড়ে। সেটা নির্ভর করে আমরা ব্যবসা-বাণিজ্য কতটুকু সহায়তা দিচ্ছি। একেবারে ভয়ঙ্কর কিছু এটা মনোযোগ আকর্ষণ করার জন্য...