ঢাকা:অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ব্র্যান্ড কারকুমার নতুন পণ্য ‘কারকুমা ভেজস্প্রেড’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার সিক্স সিজন হোটেলে আনুষ্ঠানিকভাবে এ পণ্যের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কারকুমা ভেজস্প্রেড-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের দুই পরিচালক ইফতেখার রশিদ ও এনায়েত রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির কার্যনির্বাহী পরিচালক অরুণ কুমার মণ্ডল, চিফ অপারেটিং অফিসার মো. মাহবুবুর রহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রোহান আহমেদ, সেলস ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় মিশ্রসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারকুমা ভেজস্প্রেড তৈরি হয়েছে পুষ্টিসমৃদ্ধ পালং-শাক, ব্রকলি, মালবেরি এবং গাজরের মতো সবজি দিয়ে। এতে বাড়তি স্বাদ ও পুষ্টি যোগ হয়েছে হেজেলনাট ও কোকোয়া বিনস থেকে। এটি বিশেষ করে সেই সব শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যারা সবজি খেতে পছন্দ করে না। এটি...