ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার জন্য সব সময় সংবাদের শিরোনামে থাকেন। আবারও তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, হার্দিক পান্ডিয়ার জীবনে নাকি আবার প্রেম এসেছে। এসেছে নতুন সুন্দরী নারী। এ সুন্দরী নারীর সঙ্গে হার্দিকের নামজুড়ে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি হলেন মাহিকা শর্মা। তবে এখনো তারা এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। তবে মাহিকার নাম সামনে আসতেই সবাই জানতে আগ্রহী- কে এ এই সুন্দরী? জানা গেছে, মাহিকা অর্থনীতি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। এরপরে তিনি মডেলিং এবং অভিনয়ে ক্যারিয়ার গড়েন। মাহিকা অনেক মিউজিক ভিডিও এবং ছবিতে কাজ করেছেন। তিনি প্রথম সারির ডিজাইনারদের জন্য র্যাম্পেও হেঁটেছেন। ২০২৪ সালে, মাহিকাকে বর্ষসেরা মডেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় মাহিকার একটি নিজস্বী ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে মাহিকার পিছনে দেখা যাচ্ছে...