ধর্ম ত্যাগ করে বিয়ে করেছিলেন। বনশ্রীকে ভালোবেসে সংসার পেতেছিলেন। কিন্তু জীবনের কি করুণ পরিহাস, একদিন সেই স্বামীও ছেড়ে গিয়েছিলেন নায়িকা বনশ্রীকে। এরপর থেকেই মূলত কঠিন এক সংগ্রামের জীবনের মুখে পড়তে হয়েছিল তাকে। দীর্ঘদিনের সেই সংগ্রাম থামিয়ে বনশ্রী এখন জীবনের ওপারে পাড়ি জমিয়েছেন। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মৃত্যু বরণ করেছেন তিনি। তার জীবনের পরতে পরতে গল্পের ছড়াছড়ি। সেইসব গল্প যেমন মনকে খারাপ করে দেয় তেমনি রোমাঞ্চকরও। জানা যায়, বনশ্রীর পরিবারিক নাম সাহিনা আকতার। তিনি সুশ্রী ছিলেন কৈশোর থেকেই। মাদারিপুর থেকে বাবার সঙ্গে ঢাকায় এসে মোহাম্মদপুরে পরিবারসহ থাকতে শুরু করেন বনশ্রী। এখানে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত ছেলে যে প্রেমে পড়েছে সেই হিসেব নেই। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন শ্যামল নামের একজন। ৯২ বা ৯৩ সালের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এক ছাত্র বনশ্রীদের...